দশম শ্রেণি পাশ যোগ্যতায় মুর্শিদাবাদে কর্মী নিয়োগ

549
0
Jobs in Murshidabad 2024

মুর্শিদাবাদ জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন দপ্তরের অধীন চুক্তির ভিত্তিতে কেয়ারটেকার, কুক, হেল্পার, Jobs in Murshidabad 2024

কর্মবন্ধু, নাইটগার্ড, সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হবে। মেমো নম্বরঃ 1358/Advt/BCW/Msd, Date: 04.09.2024

যোগ্যতা ও বেতনঃ সুপারিনটেনডেন্টঃ যে কোনো শাখায় স্নাতক, বেতন ১৫০০০ টাকা।

কেয়ারটেকারঃ মাধ্যমিক বা সমতুল পাশ, বেতন প্রতি মাসে ৯০০০ টাকা। ম্যাট্রনঃ মাধ্যমিক বা সমতুল পাশ, বেতন ৯০০০ টাকা।

কুকঃ কুকিং জানতে হবে, বেতন ৭০০০ টাকা। হেল্পারঃ কুকিং জানতে হবে, বেতন ৫০০০ টাকা।

সবকটি পদের ক্ষেত্রেই প্রার্থীকে বহরমপুর পুরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

ইউপিএসসির মাধ্যমে জিওলজিস্ট, ফিজিস্ট, সায়েন্টিস্ট

বয়সঃ বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://murshidabad.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল

পূরণ করা আবেদনরত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স Room No 313, New Administrative Building, Berhampore, Murshidabad

ঠিকানায় রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে। Jobs in Murshidabad 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন