বর্ধমানে স্বাস্থ্যকর্মী নিয়োগ

schedule
2023-11-04 | 12:50h
update
2023-11-04 | 12:50h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: India Tv News

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন কাটোয়া সাব ডিভিশনাল হাসপাতাল, কালনা সাব ডিভিশনাল হাসপাতাল এবং বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালে তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। Jobs in Purba Bardhaman 2023

১) কাটোয়া সাব ডিভিশনাল হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ করা হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক প্রতি মাসে ৩০০০০ টাকা।

যোগ্যতা- সাইকোলজি/ ক্লিনিক্যাল সাইকোলজি/ অ্যাপ্লায়েড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি।

২) কালনা সাব ডিভিশনাল হাসপাতালে টিউবারকোলোসিস হেলথ ভিজিটর নিয়োগ করা হবে। পারিশ্রমির প্রতি মাসে ১৮০০০ টাকা।

Advertisement

১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। যোগ্যতা- বিজ্ঞানে স্নাতক, অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশন সার্টিফিকেট থাকতে হবে।

৩) বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালে চুক্তির ভিত্তিতে ডেন্টাল টেকনিশিয়ান নিয়োগ করা হবে। পারিশ্রমিক ২২০০০ টাকা।

বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সহ হায়ার সেকেন্ডারি পাশ।

ডেন্টাল টেকনোলজি কোর্সে দু বছরের ডিপ্লোমা। ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা। এনইএফটির মাধ্যমে ফি দিতে হবে।

এনইএফটি কাটতে হবে DISTRICT HEALTH AND FAMILY WELFARE SAMITY (NON-NHM) Bank A/C No- 0187132000008, IFSC-CNRB0000187 অনুকূলে।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in অথবা www.purbabardhaman.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। Jobs in Purba Bardhaman 2023

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনে করা যাবে ২১ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

কাটোয়া সাব ডিভিশনাল হাসপাতালের নোটিস দেখতে ক্লিক করুন

 

কালনা সাব ডিভিশনাল হাসপাতালের নোটিস দেখতে ক্লিক করুন

 

ডেন্টাল হাসপাতালের নোটিস দেখতে ক্লিক করুন

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2024 - 17:19:26
Privacy-Data & cookie usage: