জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু

1036
0
JEE

রাজ্যের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ আর্কিটেকচার/ ফার্মাসি কলেজগুলি বা ইনস্টিটিউশনগুলিতে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অনলাইন আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফে নোটিস জারি করে জানানো হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী ১১ জুলাই।

যোগ্যতা: দ্বাদশ শ্রেণি (১০+২ সিস্টেমে) পাশ অথবা ২০২১ সালে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়ারাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে অন্তত ১৭ বছর

(জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০০৪ বা তার আগে), বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই।

পরীক্ষার তারিখ: পরীক্ষা হবে আগামী ১১ জুলাই, পেপার ওয়ান (ম্যাথমেটিক্স) হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আর পেপার টু (ফিজিক্স ও কেমিস্ট্রি) হবে দুপুর ২ টো থেকে বিকেল ৪টে পর্যন্ত।

পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত।

আবেদনের ফি: ৫০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ ও ওবিসি বি প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা। নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

জয়েন্ট এন্ট্রান্সের বুলেটিন ডাউনলোড করতে ক্লিক করুন

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল