ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে টেকনিশিয়ান

786
0
Jr Technician Recruitment 2023

ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে ১০৭টি শূন্যপদে জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০১/ ২০২৩। Jr Technician Recruitment 2023

যোগ্যতা: জুনিয়র টেকনিশিয়ান: এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই সার্টিফিকেট।

বয়স: জুনিয়র টেকনিশিয়ান পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর (জন্মতারিখ হতে হবে ১৭ আগস্ট ১৯৯৮- ১৬ আগস্ট ২০০৫ সালের মধ্যে)।

১৬ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ

বেতন: ১৮৭৮০-৬৭৩৯০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

শূন্যপদ: জুনিয়র টেকনিশিয়ান (টেকনিক্যাল): ৪১, জুনিয়র টেকনিসিয়ান (কন্ট্রোল): ৪১, জুনিয়র টেকনিশিয়ান (স্টুডিও): ৪,

জুনিয়র টেকনিশিয়ান (স্টোর): ৪, জুনিয়র টেকনিশিয়ান (সিএসডি): ৫, জুনিয়র টেকনিশিয়ান (টার্নার): ১, জুনিয়র টেকনিশিয়ান (মেশিনিস্ট গ্রাইন্ডার): ১,

জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডার): ১, জুনিয়র টেকনিশিয়ান (ফিটার): ৪, জুনিয়র টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল): ২, জুনিয়র টেকনিশিয়ান (ইলেক্ট্রনিক): ৩।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন পরীক্ষায় থাকবে সংশ্লিষ্ট ট্রেডের প্রফেশনাল নলেজ,

জেনারেল অ্যাওয়্যারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড। মোট ১৫০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা।

আরজিক কর হাসপাতালে কর্মখালি

আবেদনের ফি: আবেদনের ফি ৬০০ টাকা (আবেদনের ফি+ ইন্টিমেশন চার্জ)।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ২০০ টাকা দিতে হবে।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদেনর ফি দেওয়া যাবে।

মাধ্যমিক যোগ্যতায় এয়ারপোর্টে নিয়োগ

আবেদনের পদ্ধতি: https://ispnasik.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ১৬ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত। Jr Technician Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন