যাদবপুরে পিএইচডি প্রোগ্রামে ভর্তি

848
0
JU Recruitment 2023

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলাবিভাগের একাধিক বিষয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। JU Ph.d Admission 2023

বাংলা, কমপারেটিভ লিটারেচার, অর্থনীতি, এডুকেশন, ইংলিশ, ফিল্ম স্টাডিজ, ইতিহাস, ইন্টারন্যাশনাল রিলেশনস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স,

ফিলোজফি, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, সমাজবিজ্ঞান প্রভৃতি বিষয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি নেওয়া হচ্ছে।

আবেদনের ফি: আবেদনের ফি ৫০০ টাকা। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

 ইউপিএসসির মাধ্যমে ২৬১ শূন্যপদে নিয়োগ

ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি বা সমতুল।

তপশিলি জাতি/ উপজাতি এবং ওবিসি প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

পরিবেশ মন্ত্রকে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

বিষয় অনুযায়ী আসনসংখ্যা: বাংলা ১৬, কম্পারেটিভ লিটারেচার ৮, ইকোনমিক্স ১৭, এডুকেশন ২০, ইংলিশ ৬, ফিল্ম স্টাডিজ ৬,

হিস্ট্রি ২, ইন্টারন্যাশনাল রিলেশনস ১৭, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ৪, ফিলোজফি ১১, ফিজিক্যাল এডুকেশন ৯, সংস্কৃত ১৩, সোসিওলজি ৫।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://www.jaduniv.edu.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

পূরণ করা আবেদনপত্র, পেমেন্ট রিসিট এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Ph.D Cell, Arts, Subarna Jayanti Bhavan, Ground Floor, Jadavpur University Main Campus, Kolkata 700032 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১০ জুলাই ২০২৩ তারিখ বিকাল ৪.৩০-এর মধ্যে।

অফিশিয়াল নোটিফিকেশন   ক্লিক করুন
দরখাস্তের বয়ান    ক্লিক করুন

JU Ph.d  Admission 2023