যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ, বেতন ২০০০০

1159
0
JU Recruitment 2024

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেডি হোস্টেল সুপারিনটেনডেন্ট নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। JU Recruitment 2023

এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: A2/C/4/2023. এই মুহূর্তে এখ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীকালে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক। হোস্টেলে কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়।

আরজি কর হাসপাতালে কর্মখালি

বয়স: ১ এপ্রিল ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর।

পারিশ্রমিক: প্রতি মাসে ২০০০০ টাকা।

আবেদনের ফি: ২৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

মাধ্যমিক যোগ্যতায় এয়ারপোর্টে নিয়োগ

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.jaduniv.edu.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

কল্যাণী এইমসে টেকনিশিয়ান

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ৩১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে পাঠাতে হবে Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C Mallick Road, Jadavpur, Kolkata- 700032 ঠিকানায়।

আবেদনপত্রের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 নোটিসটি দেখতে ক্লিক করুন

 

JU Recruitment 2023