যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে প্রকল্পের কাজ হবে। JU Recruitment 2024
এতে অর্থসহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড।
প্রকল্পটির নাম- ‘আল্ট্রা-লো পাওয়ার অলওয়েজ-অন অ্যানালগ ইভেন্ট ডিটেকশন বেসড আইওটি ফর স্মার্ট এগ্রিকালচার।’
যোগ্যতাঃ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন
ইঞ্জিনিয়ারিং নিয়ে বিই বা বিটেক কোর্সের তৃতীয় বা চতুর্থ বর্ষে পাঠরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আইওটি ডিজাইন বা মেশিন লার্নিংয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
ইন্টার্নশিপের সময়সীমা ও স্টাইপেন্ডঃ ইন্টার্নশিপের সময়সীমা ২ মাস, প্রতি মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদের বায়োডেটা (পিডিএফ ফরম্যাটে)
এবং কভার লেটার পাঠাতে হবে joydeepbasu.etce@jadavpuruniversity.in ইমেল আইডিতে।
আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ। JU Recruitment 2024