Site icon জীবিকা দিশারী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ

JU Recruitment 2024

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে প্রকল্পের কাজ হবে। JU Recruitment 2024

এতে অর্থসহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড।

প্রকল্পটির নাম- ‘আল্ট্রা-লো পাওয়ার অলওয়েজ-অন অ্যানালগ ইভেন্ট ডিটেকশন বেসড আইওটি ফর স্মার্ট এগ্রিকালচার।’

যোগ্যতাঃ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন

ইঞ্জিনিয়ারিং নিয়ে বিই বা বিটেক কোর্সের তৃতীয় বা চতুর্থ বর্ষে পাঠরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আইওটি ডিজাইন বা মেশিন লার্নিংয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

ইন্টার্নশিপের সময়সীমা ও স্টাইপেন্ডঃ ইন্টার্নশিপের সময়সীমা ২ মাস, প্রতি মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদের বায়োডেটা (পিডিএফ ফরম্যাটে)

এবং কভার লেটার পাঠাতে হবে joydeepbasu.etce@jadavpuruniversity.in  ইমেল আইডিতে।

আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ। JU Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

ইউপিএসসির এনডিএ অ্যান্ড এনএ পরীক্ষা

Exit mobile version