ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে সিভিল, ইলেক্ট্রিক্যাল এবং মেকানিক্যাল শাখায় ১৩৩ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে (Junior engineer recruitment)৷
নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷
ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ৬৮, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ৩৪, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ৩১৷
যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পূর্ণ সময়ের নিয়মিত ডিপ্লোমা৷
উচ্চতর যোগ্যতা যেমন বিই/বিটেক-এর ক্ষেত্রেও পূর্ণ সময়ের নিয়মিত ডিপ্লোমা পাশ না থাকলে আবেদন করতে পারবেন না৷
বেতন: ২৯৬০০-১১৯৫০০ টাকা৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
কলকাতা সহ মোট ২২টি শহরে অনলাইন পরীক্ষা হবে৷
সময়মতো ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে৷
আবেদনের ফি: ২৯৫ টাকা (জিএসটি সহ), তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না৷
ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে৷
ম্যাজাগন ডকে ১৫০১ নন-এগজিকিউটিভ কর্মী নিয়োগের খবর দেখতে ক্লিক করুন
আবেদনের পদ্ধতি: http://www.nhpcindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷
বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷
অনলাইন আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে,
অনলাইন আবেদন করার সময় স্ক্যান কপি আপলোড করতে হবে৷
অনলাইন আবেদন করা যাবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত (Junior engineer recruitment)৷