Site icon জীবিকা দিশারী

এনএইচপিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

wbpsc recruitment 2022

ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে সিভিল, ইলেক্ট্রিক্যাল এবং মেকানিক্যাল শাখায় ১৩৩ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে (Junior engineer recruitment)৷

নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ৬৮, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ৩৪, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ৩১৷

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পূর্ণ সময়ের নিয়মিত ডিপ্লোমা৷

উচ্চতর যোগ্যতা যেমন বিই/বিটেক-এর ক্ষেত্রেও পূর্ণ সময়ের নিয়মিত ডিপ্লোমা পাশ না থাকলে আবেদন করতে পারবেন না৷

বেতন: ২৯৬০০-১১৯৫০০ টাকা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

কলকাতা সহ মোট ২২টি শহরে অনলাইন পরীক্ষা হবে৷

সময়মতো ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে৷

আবেদনের ফি: ২৯৫ টাকা (জিএসটি সহ), তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না৷

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে৷

ম্যাজাগন ডকে ১৫০১ নন-এগজিকিউটিভ কর্মী নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: http://www.nhpcindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে,

অনলাইন আবেদন করার সময় স্ক্যান কপি আপলোড করতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত (Junior engineer recruitment)৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

Exit mobile version