জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

1032
0
wbpsc recruitment 2022

ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল) পদে ৮০ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০৬/২০২২ (Junior engineer recruitment)।

শূন্যপদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ৬০ (অসংরক্ষিত ২৯, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৬, ওবিসি এনসিএল ৮, ইডব্লুএস ৮)।

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ২০ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, ওবিসি এনসিএল ৬, ইডব্লুএস ২)।

যোগ্যতা: ন্যূনতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে (সিভিল/ ইলেক্ট্রিক্যাল) তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

বয়সসীমা: ১৪ এপ্রিল ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

নেভিতে অফিসার নিয়োগের বিস্তারিত খবর দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: www.nbccindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৪ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে  (Junior engineer recruitment)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অনলাইন আবেদন করতে ক্লিক করুন