ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল) পদে ৮০ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০৬/২০২২ (Junior engineer recruitment)।
শূন্যপদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ৬০ (অসংরক্ষিত ২৯, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৬, ওবিসি এনসিএল ৮, ইডব্লুএস ৮)।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ২০ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, ওবিসি এনসিএল ৬, ইডব্লুএস ২)।
যোগ্যতা: ন্যূনতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে (সিভিল/ ইলেক্ট্রিক্যাল) তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।
বয়সসীমা: ১৪ এপ্রিল ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।
নেভিতে অফিসার নিয়োগের বিস্তারিত খবর দেখতে ক্লিক করুন
আবেদনের পদ্ধতি: www.nbccindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ১৪ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Junior engineer recruitment)।