কালিম্পং জেলা আদালতে কর্মী নিয়োগ

343
0
Kalimpong Court Recruitment 2024

কালিম্পং জেলা আদালতে ৩৭টি শূন্যপেদ ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, Kalimpong Court Recruitment 2024

অফিস পিওন/ ফারাস, নাইট গার্ড, স্যুইপার নিয়োগ করা হবে।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ ইংলিশ স্টেনোগ্রাফারঃ মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড নিতে হবে

এবং প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং করতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্কঃ মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।

প্রসেস সার্ভার ও গ্রুপ ডি (পিওন/ফারাস)- অষ্টম শ্রেণি পাশ, কম্পিউটারের বেসিক জ্ঞান বাঞ্ছনীয়।

নাইট গার্ড (গ্রুপ ডি)- অষ্টম শ্রেণি পাশ, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

গ্রুপ ডি (কর্মবন্ধু)- অষ্টম শ্রেণি পাশ বা সমতুল। শারীরিক দিক থেকে সুস্থ হতে হবে।

আবেদনের ফিঃ ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রুপ বি (গ্রেড থ্রি) পদের ক্ষেত্রে ৮০০ টাকা, তপশিলি জাতি/উপজাতিদের ৬০০ টাকা, শারীরিক প্রতিবন্ধীদের ৩২০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক ও প্রসেস সার্ভার পদে আবেদনের ফি ৭০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতিদের ৫০০ টাকা

এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ২৮০ টাকা। গ্রুপ ডি (পিওন/ নাইট গার্ড/ কর্মবন্ধু/ফারাস) পদের ক্ষেত্রে ৪০০ টাকা,

শারীরিক প্রতিবন্ধীদের ১৬০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদেনর পদ্ধতিঃ  www.kalimpongcourtrecruit2024.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করেত হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৭ মে ২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। Kalimpong Court Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

পলিটেকনিক কোর্সে ভর্তি

নেট-এর অনলাইন আবেদন শুরু