Site icon জীবিকা দিশারী

কল্যাণী এইমসে সিনিয়র রেসিডেন্ট

WB Health Recruitment 2024

Courtesy: The Indian Nation


অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) কল্যাণীতে সিনিয়র রেসিডেন্ট পদে ২৪ জন নিয়োগ করা হবে (kalyani aiims recruitment)।

প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ হবে সেগুলি হল- অ্যানেসথেসিয়োলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ডারমেটোলজি, ইএনটি, জেনারেল মেডিসিন,

জেনারেল সার্জারি, ওবিএস অ্যান্ড গাইনো, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি অ্যান্ড ল্যাব মেডিসিন, ফার্মাকোলজি, সাইকিয়াট্রি, অর্থোপেডিক্স, রেডিওলজি।

যোগ্যতা: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি (এমডি/ এমএস/ ডিএনবি) বা সমতুল।

বয়সসীমা: ১৬ মার্চ ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: লেভেল ১১ অনুযায়ী ১৫৬০০-৩৯১০০ টাকা সঙ্গে ৬৬০০ টাকা গ্রেড পে।

আবেদনের ফি: ১০০০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে AIIMS Kalyani Internal Resources Account- এর অনুকূলে, প্রদেয় হবে কল্যাণীতে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

মাধ্যমিক যোগ্যতায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের সম্পূর্ণ খবরটি দেখতে ক্লিক করুন

ইন্টারভিউয়ের তারিখ: ওবিএস অ্যান্ড গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি অ্যান্ড ল্যাব মেডিসিন এবং ফার্মাকোলজির ক্ষেত্রে ইন্টারভিউ হবে ২৯ মার্চ ২০২২ তারিখ, অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ২৮ মার্চ ২০২২ তারিখে।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Administrative Building, 1st Floor, Committee Rooms of AIIMS, Kalyani, Pin- 741245.

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র, যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স কপি এবং ডিমান্ড ড্রাফট সঙ্গে নিয়ে যেতে হবে (kalyani aiims recruitment)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

 

Exit mobile version