কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ

383
0
Kalyani University Admission 2024

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের  স্কুল অব ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের অধীন ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনেলাজি ডিপার্টমেন্টে দু মাসের ইন্টার্নশিপ কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। Kalyani University Admission 2024

ইন্টার্নিশপে বিভিন্ন বিষয়ে থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাক্টিক্যাল ক্লাসেরও আয়োজন করা হবে।

থাকবে রিসার্চ মেথডস, বেসিক সেল কালচার টেটনিক্স, লাইট অ্যান্ড ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি, স্পেক্ট্রোস্কোপি, বেসিক ন্যানোটেকনলজি এবং

মেথডস অব বায়োটেকনলজি। ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত ইন্টার্নশিপ চলবে। ইন্টার্নিশপের জন্য।

অ্যাকাডেমিকদের ৬০০০ টাকা এবং নন-অ্যাকাডেমিকদের ১০০০০ টাকা জমা করতে হবে। আবেদন করা যাবে ১৪ মে পর্যন্ত। Kalyani University Admission 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কাজের সুযোগ