কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড অ্যাক্টিং কোর্সে ভর্তি

343
0
Kalyani University Admission 2024

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড অ্যাক্টিং এবং প্রুফ কারেকশন অ্যান্ড এডিটিং (বুক অ্যান্ড জার্নাল) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। Kalyani University Admission 2024

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনস্থ পারফরমিং আর্টস ও রিসার্চ স্টাডিজের উদ্যোগে প্রথমবার এই কোর্স দুটি চালু করা হয়েছে।

রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় স্টেনোগ্রাফার নিয়োগ

যোগ্যতাঃ ফিল্ম অ্যান্ড স্টেজ অ্যাক্টিং কোর্সের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।

প্রুফ কারেকশন অ্যান্ড এডিটিং (বুক অ্যান্ড জার্নাল) কোর্সের ক্ষেত্রে বিএ/বিএসসি/বিকম পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।

প্রতিটি কোর্সে আসনসংখ্যা ১০০।

উত্তর ২৪ পরগণায় স্টাফ নার্স নিয়োগ

কোর্সের সময়সীমাঃ ৬ মাস (অগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত)।

আবেদনের পদ্ধতিঃ আবেদনপত্র পাঠাতে হবে performingart73@gmaail.com ইমেল আইডিতে।

আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না। আবেদনের শেষ দিন ১ অগস্ট ২০২৪ তারিখ। Kalyani University Admission 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন