কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি

220
0
Kalyani University Admission 2024

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দূর এবং মুক্তশিক্ষা (ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং বা ওডিএল) মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। Kalyani University Admission 2024

বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের কোর্সগুলি দু বছরের, যা চারটি সেমিস্টারে বিভক্ত।

পড়ুয়ারা যে সমস্ত বিষয়ে এমএ বা এমএসসি করতে পারবেন সেগুলি হল- বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশন, জুলজি, বটানি, ভূগোল এবং গণিত।

আর্টসের বিষয়গুলির প্রথম দুটি সেমিস্টারে কোর্স ফি ৫২৫০ টাকা। তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারে কোর্স ফি ৫০৫০ টাকা।

গণিত বাদে বিজ্ঞানের অন্যান্য বিষয়ে প্রথম দুই সেমেস্টারের ফি ২০২৫০ টাকা এবং শেষ দুটি সেমেস্টারে ফি ২০০৫০ টাকা।

গণিতের ক্ষেত্রে প্রথম দুই সেমেস্টার এবং শেষ দুটি সেমেস্টারের কোর্স ফি যথাক্রমে ৮২৫০ এবং ৮০৫০ টাকা।

www.admissiondodl.klyuniv.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর পর্যন্ত। Kalyani University Admission 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন