কোষবিজ্ঞানী ডাঃ কামাল রণদিভ

schedule
2021-11-08 | 14:20h
update
2021-11-08 | 15:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

মারণ রোগ ক্যান্সার। সেই যুগান্তকারী ক্যান্সার গবেষণায় অবদান রেখেছিলেন কামাল রনদিভে।

ভারতীয় কোষ জীববিজ্ঞানী ডঃ কামাল রণদিভকে তার ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গুগল ডুডল উতসর্গ করেছে।

তিনি বিজ্ঞান ও শিক্ষার মাধ্যমে আধুনিক উপযুক্ত সমাজ গঠনে নিষ্ঠার জন্য পরিচিত। সর্বদা চেষ্টা করেছেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে।

কমল সমরথ, কমল রণদিভ নামে বেশি পরিচিত। স্তন ক্যান্সার গবেষণায় ভারতের প্রথম গবেষকদের মধ্যে অন্যতম নজির রেখেছিলেন।

কোষের বংশগতির কারণে যে ক্যানস্রা বিস্তার ঘটে সেদিকে আলোকপাত ঘটিয়েছিলেন। শুধু তাই নয়, ক্যান্সার এবং নির্দিষ্ট ভাইরাসের কারণেই যে ক্যানসার মারাত্মক মারণব্যাধি হয়ে ওঠে সে দিকটিকে চিহ্নিত করেছিলেন।

Advertisement

রণদিভের জন্ম ১৯১৭ সালে পুনেতে। মেধাবী এই ছাত্রী মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে, যে ব্যাকটেরিয়া কুষ্ঠরোগ সৃষ্টি করে তারওপরও গবেষণা করে সফল হয়েছিলেন।

এবং সেই রোগ সারাতে একটি ভ্যাকসিন তৈরিতে বিশেষভাবে সাহায্য করেছিলেন। কুষ্ঠ রোগ নিরাময়ে চিকিথসাবিজ্ঞানে তাঁর অবদান অনস্বীকার্য।

ডঃ কামাল রণদিব কে ছিলেন? ডঃ কমল সমরথ, ডঃ কমল রণদিভ নামেই বেশি পরিচিত। ছোটবেলা থেকেই বাবা চেয়েছিলেন মেয়ে একজন ডাক্তার হন কিন্তু মেয়ের স্বপ্ন ছিল একজন বিজ্ঞানী হওয়ার।

সেই উতসাহ ও অনুপ্রেণা রণদিভকে একজন গবেষক হয়ে উঠতে সাহায্য করেছিল। পারদর্শী হয়ে উঠেছিলেন এবং মানবদেহের কোষকলার একজন জীববিজ্ঞানী হয়ে উঠেছিলেন।

১৯৪৯ সালে তিনি ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টারে (ICRC) গবেষক হিসাবে কাজ করার সময় কোষবিদ্যায়, কোষের অধ্যয়নে ডক্টরেট পান।

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের জনস হপকিন্স ইউনিভার্সিটিতে ফেলোশিপের পর, তিনি মুম্বাই (তখন বোম্বে) এবং আইসিআরসিতে-তে ফিরে আসেন,

যেখানে তিনি দেশের প্রথম টিস্যু কালচার ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে তিনি ১১ জন সহকর্মীকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় মহিলা বিজ্ঞানী সমিতি (IWSA)।

১৯৮৯ সালে অবসর নেওয়ার পর, তিনি মহারাষ্ট্রের গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে সম্প্রদায়গুলিতে কাজ করেছিলেন,

মহিলাদের স্বাস্থ্যসেবা কর্মী হিসাবে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা প্রদান করেছিলেন।

তাঁর তৈরি IWSA এখন ভারতে ১১টি বিশেষ পর্যায় রয়েছে, যা বিজ্ঞানে মহিলাদের জন্য বৃত্তি এবং শিশু যত্নের বিকল্পগুলির বিষয়ে সচেতন করে।

তাঁর প্রতিভা, সমগ্র জীবন ও কাজের সৃষ্টির করণে তিনি নানাবিধ পুরস্কার ও সম্মান পেয়েছিলেন।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 20:16:52
Privacy-Data & cookie usage: