নদিয়ায় নাইট গার্ড, কর্মবন্ধু নিয়োগ

545
0
Karmabandhu Job 2024

নদিয়ার ধর্মদা গভর্নমেন্ট পি.টি.টি ইনস্টিটিউটে নাইট গার্ড ও কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে। মেমো নম্বরঃ ১২১। Karmabandhu Job 2024

যোগ্যতা ও বয়সঃ নাইট গার্ডঃ মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬৪ বছর।

কর্মবন্ধুঃ অষ্টম শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-৬৪ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যিয়ত জেরক্স পাঠাতে হবে

The Principal, Dharmada Govt. P.T.T.I, Vill+Po-Dharmada, PS- Nakashipara, Dist- Nadia, Pin- 741138 ঠিকানায়।

এলআইসি হাউজিংয়ে ২০০ শূন্যপদে নিয়োগ

পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২ অগস্ট ২০২৪ তারিখের মধ্যে।

রাজ্যে অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ সময়মতো http://dharmadagovt.wbptti.in ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।  Karmabandhu Job 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

নোটিসটি দেখতে ক্লিক করুন

জীবিকা দিশারির টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন