Site icon জীবিকা দিশারী

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

Recruitment Kazi Nazrul University 2024

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে চুক্তির ভিত্তিতে অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হবে। Kazi Nazrul University Recruitment 2024

এই মুহূর্তে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতাঃ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে কমার্স/ ফিনান্সে মাস্টার ডিগ্রি বা সমতুল।

কোনো সরকারি, আধা সরকারি/বিশ্ববিদ্যালয়ে সুপারভিসন, কন্ট্রোল, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অব অ্যাকাউন্টস অ্যান্ড অডিটে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ কস্ট অ্যাকাউন্ট্যান্ট/ বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি বাঞ্ছনীয়।

বয়সঃ ৩০ বছরের কম নয়।

আবেদনের পদ্ধতিঃ বায়োডেটা সব আবেদন করতে হবে।

বায়োডেটা সহ আবেদনপত্র ইমেল করতে হবে registrar.office1@knu.ac.in আইডিতে।

বায়োডেটা ইমেল করতে হবে ১ মার্চ ২০২৪ তারিখের মধ্যে। Kazi Nazrul University Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০০ অ্যাপ্রেন্টিস

কলকাতা পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

Exit mobile version