কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ

2670
0
Kendriya-Vidyalaya Recruit Picture

কেন্দ্রীয় বিদ্যালয় ইছাপুরের চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য টিচার, কোচ, ডাক্তার, নার্স নিয়োগ করা হবে।

প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

যে সমস্ত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে সেগুলি হল- ফিজিক্স,

কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ইংলিশ, হিন্দি, জিওগ্রাফি, পলিটিকাল সায়েন্স,

হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স এবং কমার্স।

যে সমস্ত বিষয়ে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে সেগুলি হল- হিন্দি, ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, সংস্কৃত।

এছাড়াও কম্পিউটার ইনস্ট্রাক্টর, ডান্স টিচার, য়োগা টিচার এবং ডাক্তার ও নার্স নিয়োগ করা হবে।

পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ট্রেইন্ড প্রাইমারি টিচারের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল আটটা থেকে

অন্যান্য সবকটি পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল আটটা থেকে।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Kendriya Vidyalaya no 1 Ishapore no 4, The Park, Ichapur Defence Estate, PO Ichapur, Sastitala, Nawabganj, 24 Parganas (North), PIN- 743144.

ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমান পত্রের মূল এবং প্রকৃত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে।

নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে আগামী ২৫  জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

https://no1ishapore.kvs.ac.in এবং  https://no2ishapore.kvs.ac.inলিংক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদন পত্র ও অন্যান্য যাবতীয় প্রমানপত্রের স্ক্যান করা কপি আগামী ২৫ জানুয়ারির মধ্যে kv1ishaporeprincipal@gmail.com এই ইমেইল আইডিতে পাঠাতে হবে।

আবেদনপত্র জমা পড়ার পর মেধা তালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Kendriya vidyalaya recruitment)।