বর্ধমানে শিক্ষক নিয়োগ

378
0

পূর্ব-বর্ধমানের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার, Kendriya Vidyalaya Recruitment 2024

প্রাইমারি টিচার ও কাউন্সেলার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

ইন্টারিভউ হবে ১৬ অগস্ট ২০২৪ তারিখ সকাল ১০টায়।

এই মুহূর্তে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে।

ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার শুধুমাত্র ম্যাথমেটিক্স বিষয়ের জন্য নেওয়া হবে।

ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি নিয়ে সকাল ৮টার মধ্যে পৌঁছতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় http://panagarh.kvs.ac.in ওয়েবসাইট থেকে জানা যাবে। Kendriya Vidyalaya Recruitment 2024