মাধ্যমিক যোগ্যতায় পুরসভায় কর্মী নিয়োগ

1104
0
Kharagpur Municipality Recruitment
Courtesy: UNICEF

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মিউনিসিপ্যালিটিতে ১৯টি শূন্যপদে অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে। Kharagpur Municipality Recruitment

মেমো নম্বরঃ 12KM/Health.

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

রাজ্য সিআইডিতে সুপারভাইজার নিয়োগ

যোগ্যতাঃ মাধ্যমিক বা সমতুল পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না হতে হবে।

রাজ্যে ৫৬৯৬ শূন্যপদে লোকো পাইলট নিয়োগ

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৪৫০০ টাকা। এই মুহূর্তে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে,

পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নিদির্ষ্ট বয়ানে।

www.kharagpurmunicipality.org পোর্টাল থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

হিন্দুস্তান কপারে ইঞ্জিনিয়ার নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স খড়গপুর মিউনিসিপ্যালিটির অফিসে রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ৫টার মধ্যে। Kharagpur Municipality Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন