কলকাতা পুরসভায় সিভিল ও মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ

3199
0
WBMSC Recruitment 2024

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কলকাতা পুরসভায় (KMC) মাধ্যমে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে (Sub-Assistant Engineer) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ৬/২০২২ এবং বিজ্ঞপ্তি নম্বর ৭/২০২২ অনুযায়ী সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে কোন ভারতীয় নাগরিক নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) রয়েছে ১ টি পদ (এসটি) এবং মেকানিক্যাল রয়েছে ৫ টি পদ (অসংরক্ষিত ৩, অসংরক্ষিত পিডব্লিউডি ১টি, এসটি ১)টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) – ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন অনুমোদিত সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা থাকতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।

আরও খবর : কলকাতা পুরসভায় ১০৪ মজদুর, ৩ পরিবেশ বন্ধু নিয়োগ

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন অনুমোদিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা থাকতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী উভয় পদের জন্যে বয়স হতে হবে সর্বোচ্চ ৩৭ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর বয়সের ছাড় থাকবে।

আবেদন : ইচ্ছুক প্রার্থীদের https://www.mscwb.org ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৪ এপ্রিল, ২০২২ থেকে। আবেদন করার শেষ তারিখ আগামী ১ মে, ২০২২। অনলাইনে আবেদিন করার সময় প্রয়োজনীয় ডক্যুমেন্ট-এর স্ক্যান কপি আপলোড করতে হব।

পরীক্ষা পদ্ধতি : উভয় পদের জন্যেই দুটি ভাগে পরীক্ষা নেওয়া হবে ১) লিখিত পরীক্ষা এবং ২) ইন্টারভিউ। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৪০ নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে।

বিজ্ঞপ্তি লিঙ্ক : সিভিল ইঞ্জিনিয়ার বিজ্ঞপ্তি

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিজ্ঞপ্তি