কলকাতা পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

668
0
KMC Recruitment 2024

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন স্বাস্থ্য দপ্তরে ১১৮টি শূন্যপদে অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে। KMC Health Worker Recruitment

বিজ্ঞপ্তি নম্বরঃ এইচ/০৭/কেএমসি/২০২৩-২৪.

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ২২ বছর।

যোগ্যতাঃ মাধ্যমিক বা সমতুল পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মাধ্যমিক যোগ্যতায় ক্লার্ক নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতিঃ মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৪৫০০ টাকা। শুরুতে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে,

পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

ব্যাঙ্কে অফিসার নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.kmcgov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৯ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। KMC Health Worker Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন