কলকাতা কর্পোরেশনে ১০ জন স্টেনো-টাইপিস্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই পদের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ হবে।
শূন্যপদের বিভাজন: অসংরক্ষিত ৫, এসসি ১, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১।
যোগ্যতা: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ। ৮০টি শব্দ প্রতি মিনিট ডিকটেশন স্পিড থাকতে হবে। তার পরীক্ষা হবে ১০ মিনিট। ইংরেজি ভাষায় প্রতি মিনিটে ৩৫ শব্দ নির্ভুল টাইপিং স্পিড থাকতে হবে। তারও পরীক্ষা হবে ১০ মিনিট। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিট, প্রসিজেন্টেশন সফটওয়্যার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি, তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৬২ বছর।
বেতন: মাসিক মোট বেতন ১২ হাজার টাকা।
ইন্টারভিউ: আগামী ১৭ নভেম্বর, ২০১৮ তারিখ বেলা ১০টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ স্থল: Institute of Urban Management, 36C, Ballygunge Circular Road, Kolkata – 19, Ballygunge Phari Crossing.
যোগ্য প্রার্থীদের নির্ধারিত বয়ানে পূরণ করা আবেদনপত্র, প্রয়োজনীয় নথিসমূহের নিজের অ্যাটেস্টেড কপি, ২ কপি সাম্প্রতিক পাশপোর্ট মাপের ছবি নিয়ে ১০টার আগে উপস্থিত হতে হবে।
আবেদন পত্রের নমুনা পাওয়া যাবে এই লিঙ্কে: https://www.kmcgov.in/KMCPortal/downloads/Steno_12_11_2018.pdf