কলকাতা পুরসভায় মজদুর ও ডোম নিয়োগের ইন্টারভিউ

1483
0
KMC Recruitment 2024

মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা পুরসভায় মজদুর ও ডোম নিয়োগের জন্য পার্সোন্যালিটি টেস্ট-এর তারিখ ঘোষিত হয়েছে।

বিজ্ঞপ্তি নম্বর ১১, ২০২০ অনুযায়ী মজদুর পদের দ্বিতীয় পর্যায়ের পার্সোন্যালিটি টেস্ট নেওয়া হচ্ছে ৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর, ২০২০ পর্যন্ত। যে সব প্রার্থীর তালিকায় নাম রয়েছে তাঁরা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে পার্সোন্যালিটি টেস্ট-এর কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন।

বিজ্ঞপ্তি নম্বর ১২, ২০২০ অনুযায়ী ডোম পদের জন্যে পার্সোন্যালিটি টেস্ট শুরু হবে আগামী ১২  নভেম্বর, ২০২০ থেকে, চলবে ৩  ডিসেম্বর, ২০২০ পর্যন্ত। ৪ নভেম্বর থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে কল লেটার  ডাউনলোড করে নিতে পারবেন।

কল লেটার ডাউনলোড ও প্রার্থী তালিকা দেখার ওয়েবসাইট: https://www.mscwb.org/

 

KMC, KMC Jobs, Municipal Service