কলকাতা পুরসভায় ৭৩ মেডিক্যাল অফিসার

1054
0
wb health recruitment 2022

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন ন্যাশনাল আরবান হেলথ মিশনে (এনইউএইচএম সোসাইটি) চুক্তির ভিত্তিতে ৭৩ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে।

শূন্যপদ: মেডিক্যাল অফিসার (পূর্ণ সময়ের): ১৮, মেডিক্যাল অফিসার (পার্ট টাইম): ৫৫।

যোগ্যতা: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটউট থেকে এমবিবিএস সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ বেলা ১১.৩০ থেকে।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Room No 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata- 700013.

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে।

আবেদনপত্রের বয়ান সহ সম্পূর্ণ নোটিসটি দেখতে  ক্লিক করুন