কলকাতা পুরসভায় নার্স নিয়োগ

1136
0
kmc nurse recruitment 2023

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন হেলথ ডিপার্টমেন্টে চুক্তির ভিত্তিতে ৩০ জন স্টাফ নার্স নিয়োগ করা হবে (kmc nurse recruitment 2023)।

বিজ্ঞপ্তি নম্বর: H/05/KMC/2022-23.

শূন্যপদের বিন্যাস: ৩০ (অসংরক্ষিত ১৪, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ৩, ওবিসি বি ৩)।

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স পাশ

অথবা বিএসসি নার্সিং পাশ। সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে এবং বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।

ডব্লুবিসিএস ২০২৩, যোগ্যতা পরীক্ষার ধরন ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: প্রতি মাসে ২৫০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে অন্তিম পর্বের বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.kmcgov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স খামে ভরে CMO Building এর সেকেন্ড ফ্লোরে ২৫৪ নম্বর ঘরে রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে।

আবেদনপত্র জমা করা যাবে ৯ মার্চ থেকে ১৫ মার্চ ২০২৩ তারিখ সকাল ১১টা থেকে থেকে বিকেল ৪টের মধ্যে। খামের উপরে পোস্টের নাম

এবং Chief Municipal Health Officer, Kolkata Municipal Corporation CMO Bldg 5, S.N. Banerjee Road, Kolkata- 700013 লিখতে হবে।

ইন্টারভিউয়ের সময় যাবতীয় নথির অরিজিনাল কপি দেখা হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে এবং দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন