কলকাতা পুরসভায় নিয়োগ

4861
0
KMC Recruitment 2024

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে দীনদয়াল অন্তদয়া যোজনা- ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের অধীন চুক্তির ভিত্তিতে ৩২ জন কমিউনিটি অর্গানাইজার নিয়োগ করা হবে৷

এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: KMC/NULM/01/2021-2022.

যোগ্যতা: যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট কাজে অন্তত ৩-৫ বছরের অভিজ্ঞতা৷

মাইক্রোসফট অফিস (এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট) জানা থাকলে অগ্রাধিকার৷

বয়স: ১ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

পারিশ্রমিক: প্রতি মাসে ১০০০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ১৭ আগস্ট ২০২১ তারিখের মধ্যে ‘Department of Social Welfare & Urban Poverty Alleviation, 1, Hogg Street, Top Floor, Kolkata-700087’ ঠিকানায় ড্রপ বাক্সে জমা করতে হবে (KMC Recruitment)৷

আবেদনপত্রের বয়ান সহ নোটিসটি দেখতে ক্লিক করুন