কলকাতা পুরসভায় কাজের সুযোগ

1067
0
KMC Recruitment 2023

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন চুক্তির ভিত্তিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। KMC Recruitment 2023

প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট শূন্যপদ ৫৯।

যোগ্যতা: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস সঙ্গে ১ বছরের কম্পালসারি ইন্টার্নশিপ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন।

ব্যাঙ্কে ৩০৪৯ প্রবেশনারি অফিসার নিয়োগ

বয়স: ১ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর।

পারিশ্রমিক: প্রতি মাসে ২৪০০০ টাকা।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

ইন্টারভিউয়ের তারিখ: ইন্টারভিউ হবে ৪ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১১.৩০ মিনিট থেকে।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Room No 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N. Banerjee Road, Kolkata- 700013.

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

কেন্দ্রীয় পুলিশ বাহিনীগুলিতে সাব-ইনস্পেক্টর

www.kmcgov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। KMC Recruitment 2023

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন