কলকাতা পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

692
0
WBMSC Recruitment 2024

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন কলকাতা সিটি ন্যাশনাল আরবান হেলথ মিশনে চুক্তির ভিত্তিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। KMC Recruitment 2023

প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

কবে কোন পরীক্ষা জানাল এসএসসি

যোগ্যতা: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস সঙ্গে ১ বছরের কম্পালসারি ইন্টার্নশিপ।

প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর।

ডাকবিভাগে কর্মীনিয়োগ

ইন্টারভিউয়ের তারিখ: ইন্টারভিউ হবে ২২ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১১.৩০ মিনিট থেকে।

ঠিকানা- Room No 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata- 700013.

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স এবং অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।  KMC Recruitment 2023

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 নোটিসটি দেখতে ক্লিক করুন