মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা কর্পোরেশন ১৫ জন ফুড সেফটি অফিসার (ফুড ইন্সপেক্টর) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 21 of 2018
শূন্যপদ: ১৫ (অসংরক্ষিত ৮, অসংরক্ষিত পিডব্লিউডি ১, এসসি ৩, ওবিসি-এ ২, ওবিসি-এ ১)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি/ডেয়ারি টেকনোলজি/বায়ো-টেকনোলজি/অয়েল টেকনোলজি/এগ্রিকালচারাল সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স বা বায়ো-কেমিস্ট্রি বা মাইক্রো-বায়োলজি নিয়ে স্নাতক বা কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর, বা মেডিসিন নিয়ে স্নাতক ডিগ্রি লাগবে, সঙ্গে এফএসএস রুলস, ২০১১ অনুযায়ী কোয়ালিফিকেশন। নিয়োগপত্র পাবার আগে প্রয়োজনীয় ট্রেনিং নিয়ে নিতে হবে। ফুড অথরিটি অননুমোদিত প্রতিষ্ঠান থেকেও নির্দিষ্ট ট্রেনিং নিয়ে থাকতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী বয়স হতে হবে সর্বোচ্চ ৩৭ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন ও চালান জেনারেট করার শেষ তারিখ ৩১ অক্টবর, ২০১৮। চালান নিয়ে আবেদন ফি ব্যাঙ্কে জমা দেওয়ার শেষ তারিখ ১ নভেম্বর, তারপর সম্পূর্ণ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর, ২০১৮।
আবেদন ফি: অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ১৫০ টাকা, সঙ্গে প্রসেসিং ফি ৫০ টাকা ও ব্যাঙ্ক চার্জ ২০ টাকা।
বিশদ বিজ্ঞপ্তি সহ অনলাইনে আবেদনের লিঙ্ক: http://www.mscwb.org
KMC Recruitment, West Bengal Govt Jobs, Job in West BEngal, KMC Food Safety Officer Recrutit