কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে চুক্তির ভিত্তিতে স্টাফ নার্স নিয়োগ করা হবে (kmc staff nurse recruitment)।
শূন্যপদ: ১৮৬ (অসংরক্ষিত ৮৫, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১৫, অসংরক্ষিত মেধাবী ক্রীড়াবিদ ১০,
তপশিলি জাতি ৩৭, তপশিলি উপজাতি ১০, এবিসি এ ১৭, ওবিসি বি ১২)।
যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি ট্রেনিং কোর্স পাশ অথবা বিএসসি নার্সিং পাশ।
ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে এবং বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
পারিশ্রমিক: প্রতি মাসে ২৫০০০ টাকা।
প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে অন্তিম পর্বের প্রার্থী বাছাই করা হবে।
আরও খবর পড়ুন: সিজিএল ২০২২, কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক, অফিসার নিয়োগ
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.kmcgov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।
পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স খামে ভরে The Chief Municipal Health Officer/ Secretary,
Kolkata City NUHM Society, Kolkata Municipal Corporation, CMO Bldg, 5, S.N. Banerjee Raod, Kolkata- 700013, Second Floor, front of room no 254 ঠিকানায় রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে।
আবেদনপত্র জমা করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। ছুটির দিন বাদে অন্যান্য দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
ড্রপ বাক্সেই আবেদনপত্র জমা করতে হবে, ডাকযোগে বা ক্যুরিয়রে আবেদনপত্র গ্রহণ করা হবে না (kmc staff nurse recruitment)।
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে এবং নোটিসটি দেখতে ক্লিক করুন