কলকাতা দূরদর্শনে কর্মী নিয়োগ

1974
0
kolkata doordarshan recruitment

প্রসার ভারতীর অধীন দূরদর্শন কেন্দ্র কলকাতাতে অ্যাসাইনমেন্ট বেসিসে কর্মী নিয়োগ করা হবে। (kolkata doordarshan recruitment)

নম্বর: DDK/KOL/PROG/2023-24.

যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হল- পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট (এডিটর, গ্রাফিক ডিজাইনার),

বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার, রিসোর্স পার্সন (লাইব্রেরি, জেনারেল, সিজি প্রোগ্রাম, কমার্শিয়াল সেকশন, সোশ্যাল মিডিয়া, লাইটিং অ্যাসিস্ট্যান্ট,

স্টুডিও ফ্লোর), ভিডিও অ্যাসিস্ট্যান্ট, সেট অ্যাসিস্ট্যান্ট।

পারিশ্রমিক: প্রোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ক্যাটেগরিতে প্রতি অ্যাসাইনমেন্টে ১৯৮০ টাকা করে পাবে। বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার পদে ১৬৫০ টাকা। রিসোর্স পার্সন ক্যাটেগরিতে প্রতি মাসে ১৬৫০ টাকা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসে ৩৩০০ টাকা এবং সেট অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসে ১৬৫০ টাকা।

সব ক্যাটেগরির ক্ষেত্রেই প্রতি মাসে সর্বাধিক ৭টা এবং সারা বছরে ৮৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

বয়য়: ৮ মে ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। শুধুমাত্র ভিডিও অ্যাসিস্ট্যান্ট পদে বয়স হতে হবে ২১-৩৫ বছরের মধ্যে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

https://prasarbharati.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স hiring.ddbangla@gmail.com ইমেল আইডিতে মেইল করতে হবে।

এছাড়াও Head of Programme, Doordarshan Kendra Kolkata, 18/3, Uday Sankar Sarani, GolfGreen, Kolkata- 700095 ঠিকানায় ৩১ মে ২০২৩ তারিখ বিকেল ৫টার মধ্যে জমা করা যাবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

অফিশিয়াল নোটিফিকেশন———–  ক্লিক করুন

 

দরখাস্তের বয়ান——————— ক্লিক করুন