Site icon জীবিকা দিশারী

কলকাতা হাইকোর্টে নিয়োগ

Calcutta High Court Interpreting Officer Recruitment

কলকাতা হাইকোর্টে ৮টি শূন্যপদে ইন্টারপ্রেটিং অপিসার নিয়োগ করা হবে Calcutta High Court Interpreting Officer Recruitment

যোগ্যতাঃ ক্যাটেগরি এঃ এই পদে আবেদন করার জন্য হিন্দি, বাংলা বা

ইংরেজি যে কোন একটি বিষয় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং অন্য দুটি ভাষায় দক্ষতা থাকতে হবে।

ক্যাটেগরি বিঃ এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে হিন্দিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

পাশাপাশি উর্দু এবং ইংরেজিতে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

ক্যাটেগরি সিঃ এই পদে আবেদন করার জন্য নেপালি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি বাংলা এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

ক্যাটেগরি ডিঃ এই পদে আবেদনের জন্য ওলচিকি/ সাঁওতালি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি বাংলা এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনঃ ৫৬১০০-১৪৪৩০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফিঃ ৮০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৪০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ সাদা কাগজে হাতে লিখে বা টাইপ করে আবেদনপত্র পূরণ করতে হবে।

পূরণ করা আবেদনপত্র, ২কপি পাসপোর্ট মাপের ছবি ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে ‘রেজিস্ট্রার, অরিজিনাল সাইড,

কলকাতা হাইকোর্ট, কলকাতা- ৭০০০০১’ ঠিকানায়। আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে। Calcutta High Court Interpreting Officer Recruitment

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

কলকাতা মেট্রোয় অ্যাপ্রেন্টিস

Exit mobile version