কলকাতা হাইকোর্টে ১৫৯ ডিটিপি অপারেটর, সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার

8120
0
WB Job, WB Recruitment, Calcutta High Court Recruitment

কলকাতা হাইকোর্টে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে-কোনো ভারতীয় নাগরিক নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি নম্বর:

No. 33-RG Dated, 04th day of January, 2021

শূন্যপদ

ডেটা এন্ট্রি অপারেটর ১৫৩ (অসংরক্ষিত ৪৫, অসংরক্ষিত ইসি ২৪, অসংরক্ষিত পিডব্লুডি (হিয়ারিং) ২, অসংরক্ষিত পিডব্লুডি (ব্লাইন্ডনেস) ২, অসংরক্ষিত পিডব্লুডি (লোক/সেরিব্রাল প্যালসি) ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ৬, অসংরক্ষিত (এমএসপি) ৩, এসসি ২১, এসসি ইসি ১১, এসসি (এক্স-সার্ভিসম্যান) ২, এসটি ৭, এসটি ইসি ৩, ওবিসি-এ ১০, ওবিসি-এ ইসি ৫, ওবিসি-বি ৮, ওবিসি-ইসি ৩।

সিস্টেম অ্যানালিস্ট ৩ (অসংরক্ষিত ৩), সিস্টেম প্রোগ্রামিং ২ (অসংরক্ষিত ইসি ১, এসসি ১), সিনিয়র প্রোগ্রামার ১ (অসংরক্ষিত),  সিস্টেম ম্যানেজার ২ ( অসংরক্ষতি ১, এসসি ১)

শিক্ষাগত যোগ্যতা

ডেটা এন্ট্রি অপারেটর: ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সমতুল প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল। স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কম্পিউটার  অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা। প্রতি ঘন্টায় ৮০০০ কী-ডিপ্রেশন স্পিড থাকতে হবে। ডেটা এন্ট্রির কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।  কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলর ডিগ্রি বা যে-কোনও বিষয় স্নাতক ও তার সঙ্গে এআইসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার।

সিস্টেম অ্যানালিস্ট: ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট-এ কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সিনিয়র প্রোগ্রামার: ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিং /  সফটওয়্যার প্যাকেজ নিয়ে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভালো কাজের দক্ষতা থাকতে হবে।

সিস্টেম ম্যানেজার: ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিং /  সফটওয়্যার প্যাকেজ নিয়ে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভালো কাজের দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

ডেটা এন্ট্রি অপারেটর: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর।

সিস্টেম অ্যানালিস্ট: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ২৬ থেকে ৪০ বছর।

সিনিয়র প্রোগ্রামার: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৩১ থেকে ৪৫ বছর।

সিস্টেম ম্যানেজার: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৩১ থেকে ৪৫ বছর।

 

বেতনক্রম

ডেটা এন্ট্রি অপারেটর: লেভেল ৬ অনুযায়ী ২২৭০০-৫৮৫০০ টাকা।

সিস্টেম অ্যানালিস্ট: লেভেল ১৬ অনুযায়ী ৫৬১০০-১৪৪৩০০।

সিনিয়র প্রোগ্রামার: লেভেল ১৭ অনুযায়ী ৬৭৩০০-১৭৩২০০।

সিস্টেম ম্যানেজার: লেভেল ১৭ অনুযায়ী ৬৭৩০০-১৭৩২০০ টাকা।

 

আবেদন পদ্ধতি যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১১ জানুয়ারি, ২০২১ থেকে, চলবে ২৭ জানুয়ারি, ২০২১ পর্যন্ত। অনলাইনে বা অফলাইনে দুভাবেই আবেদন ফি জমা দেওয়া যাবে। দুটি ক্ষেত্রেই শেষ তারিখ ২৭ জানুয়ারি, ২০২১।

আবেদন ফি

ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ৮০০ টাকা (এসসি/এসটি প্রার্থীদের ৪০০ টাকা)

সিস্টেম অ্যানালিস্ট ১২০০ টাকা (এসসি/এসটি ৬০০ টাকা)

সিনিয়র ম্যানেজার ১৫০০ টাকা (এসসি/এসটি ৭০০ টাকা)

সিস্টেম ম্যানেজার ১৫০০ টাকা (এসসি/এসটি ৭০০ টাকা)

 

পরীক্ষা পদ্ধতি

ডেটা এন্ট্রি অপারেটর: ১) ১০০ নম্বর এমসিকিউ (কম্পিউটার প্রফিশিয়েন্সি, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ) ২) স্কিল টেস্ট ৩) ইন্টারভিউ।

সিস্টেম এনালিস্ট: ১) ২০০ নম্বরের পরীক্ষা ২) ইন্টারভিউ

সিনিয়র প্রোগ্রামার: ১) ২০০ নম্বরের পরীক্ষা ২) ইন্টারভিউ

সিস্টেম ম্যানেজার: ১) ২০০ নম্বরের পরীক্ষা ২) ইন্টারভিউ

 

আবেদনের জন্য ওয়েবসাইটhttps://www.calcuttahighcourt.gov.in/Notices/recruiment-notice

বিজ্ঞপ্তি লিঙ্কhttps://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/3596

 

 

WB Job, WB Recruitment, Calcutta High Court Recruitment