স্নাতক যোগ্যতায় কর্মী নিয়োগ

361
0
Kolkata Job Vacancy

কলকাতার ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে ১৬টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Kolkata Job Vacancy

যোগ্যতাঃ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট।

এবং ইনস্টিটিউট অব অ্যাকচুয়ারিস অব ইন্ডিয়া বা ইনস্টিটিউট অব ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিস স্বীকৃত অন্তত তিনটি অ্যাকচুয়ারিয়াল পরীক্ষায় অব্যাহতি।

তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখের হিসেবে।

বয়সঃ ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্টাইপেন্ডঃ প্রথম বছরে প্রতি মাসে ৪০০০০ টাকা এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে ৪৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

সিটেট অনলাইন আবেদন শুরু 

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে

The Chief Manager, Personnel Department, national Insurance Co Ltd, Head Office, Premises No. 18-0374, Plot No. CBD-81, New Town, Kolkata- 700156 ঠিকানায়।

ভারতীয় জাদুঘরে কর্মী নিয়োগ

আবেদনপত্র ও অন্যান্য নথি জমা করতে হবে ১৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে। Kolkata Job Vacancy

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন