কলকাতা মেট্রো রেলওয়েতে ১২৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (kolkata metro job vacancy 2023)।
নোটিস নম্বর: 01/23/Metro Railway/Kolkata.
ট্রেড অনুযায়ী শূন্যপদ: ফিটার: ৮১ (অসংরক্ষিত ৩১, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬, ওবিসি ২২, শারীরিক প্রতিবন্ধী ৩, প্রাক্তন সেনাকর্মী ৬)।
ইলেক্ট্রিশিয়ান: ২৬ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭, শারীরিক প্রতিবন্ধী ১)।
মেশিনিস্ট: ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।
ওয়েল্ডার: ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড নির্ধারণ করা হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
আবেদনের ফি: ১০০ টাকা। ক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি দিতে হবে।
ক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কাটতে হবে PFA, Metro Railway, Kolkata-র অনুকূলে, প্রদেয় হবে জিপিও/ কলকাতা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী,
আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের সদস্য এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।
এরপর এ ফোর মাপের কাগজে নির্দিষ্ট বয়ানে দরখাস্ত করতে হবে। পূরণ করা আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে Dy. Chief Personnel Officer, Metro Rail Bhavan, 33/1, J.L.Nehru Road, Kolkata- 700071 ঠিকানায়
অথবা PRO Office, Metro Rail Bhavan, Ground floor, 33/1, J.L.Nehru Road, Kolkata- 700071 ঠিকানায় রাখা ড্রপ বাক্সেও আবেদনপত্র জমা করা যাবে (শনিবার, রবিবার ও ছুটির দিন বাদে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)।
আবেদনপত্র জমা করা যাবে ৬ মার্চ ২০২৩ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত (kolkata metro job vacancy 2023)।
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ও সম্পূর্ণ নোটিসটি দেখতে ক্লিক করুন