Site icon জীবিকা দিশারী

মাধ্যমিক যোগ্যতায় কলকাতা মেট্রোয় নিয়োগ

kolkata metro job vacancy 2023

কলকাতা মেট্রো রেলওয়েতে ১২৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (kolkata metro job vacancy 2023)।

নোটিস নম্বর: 01/23/Metro Railway/Kolkata.

ট্রেড অনুযায়ী শূন্যপদ: ফিটার: ৮১ (অসংরক্ষিত ৩১, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬, ওবিসি ২২, শারীরিক প্রতিবন্ধী ৩, প্রাক্তন সেনাকর্মী ৬)।

ইলেক্ট্রিশিয়ান: ২৬ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭, শারীরিক প্রতিবন্ধী ১)।

মেশিনিস্ট: ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

ওয়েল্ডার: ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড নির্ধারণ করা হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদনের ফি: ১০০ টাকা। ক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি দিতে হবে।

ক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কাটতে হবে PFA, Metro Railway, Kolkata-র অনুকূলে, প্রদেয় হবে জিপিও/ কলকাতা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী,

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের সদস্য এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org  পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

এরপর এ ফোর মাপের কাগজে নির্দিষ্ট বয়ানে দরখাস্ত করতে হবে। পূরণ করা আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে Dy. Chief Personnel Officer, Metro Rail Bhavan, 33/1, J.L.Nehru Road, Kolkata- 700071 ঠিকানায়

অথবা PRO Office, Metro Rail Bhavan, Ground floor, 33/1, J.L.Nehru Road, Kolkata- 700071 ঠিকানায় রাখা ড্রপ বাক্সেও আবেদনপত্র জমা করা যাবে (শনিবার, রবিবার ও ছুটির দিন বাদে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)।

আবেদনপত্র জমা করা যাবে ৬ মার্চ ২০২৩ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত (kolkata metro job vacancy 2023)।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ও সম্পূর্ণ নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

Exit mobile version