কলকাতা পুরসভায় ১১ অফিসার ও স্টাফ নার্স

1674
0
wb food department recruitment

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ জন ভেটেরিনারি অফিসার, মেডিক্যাল অফিসার, সাব রেজিস্ট্রার, স্টাফ নার্স ও ফুড সেফটি অফিসার নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন৷

১৷ বিজ্ঞপ্তি নম্বর: ১৮/ ২০২০৷ শূন্যপদ: ভেটেরিনারি অফিসার: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)৷
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে৷ এ রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্সে (বিভিএসসি) ডিগ্রি এবং ভেটেরিনারি মেডিসিনে দু বছরের অভিজ্ঞতা৷
আবেদনের ফি: ২০০ টাকা (আবেদনের ফি ১৫০ সঙ্গে ৫০ টাকা প্রসেসিং ফি) এবং ব্যাঙ্ক চার্জ বাবদ বাড়তি ২০ টাকা দিতে হবে৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, প্রসেসিং চার্জ বাবদ ৫০ টাকা ও ব্যাঙ্ক চার্জ বাবদ ২০ টাকা দিতে হবে৷ চালান ডাউনলোড করা যাবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত৷ ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক) অ্যাকাউন্ট নম্বর ০০৮৮০১০৩৬৭৯৩৬–তে ফি দিতে হবে৷

আবেদনের পদ্ধতি: http://www.mscwb.orgওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত৷

২৷ বিজ্ঞপ্তি নম্বর: ১৯/২০২০৷ শূন্যপদ: মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট চেস্ট): ১ (তপশিলি জাতি), সাব রেজিস্ট্রার: ১ (তপশিলি জাতি), স্টাফ নার্স: ৩ (তপশিলি জাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১), ফুড সেফটি অফিসার: ১ (তপশিলি জাতি)৷
বয়সসীমা: মেডিক্যাল অফিসার পদের জন্য বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে৷ সাবরেজিস্ট্রার পদে ১৮-৪৫ বছর৷ স্টাফ নার্স ও ফুডসেফটি অফিসার পদের জন্য বয়স হতে হবে ১৮-৩৯ বছরেরর মধ্যে৷ সবক্ষেত্রেই বয়স ধরা হবে ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসাবে এবং এ রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
যোগ্যতা: মেডিক্যাল অফিসার: এমবিবিএস ডিগ্রি সঙ্গে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা যেমন চেস্ট ক্লিনিক এবং টিবি হাসপাতালের জন্য ডিটিডিসি, এমডি (চেস্ট)৷
সাব রেজিস্ট্রার: হোমিওপ্যাথিক মেডিসিনে ডিগ্রি/ ডিপ্লোমা৷
স্টাফ নার্স: নার্সিং কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গল বা সমতুল থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে সার্টিফিকেট৷
ফুড সেফটি অফিসার: ফুড টেকনোলজি/ ডেয়ারি টেকনোলজি/ বায়ো টেকনোলজি/ অয়েল টেকনোলজি/ এগ্রিকালচারাল সায়েন্স/ ভেটেরিনারি সায়েন্স/ বায়ো কেমিস্ট্রি/ মাইক্রো বায়োলজিতে ডিগ্রি অথবা কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি অথবা মেডিসিনে ডিগ্রি৷ ফুড অথরিটির নির্দিষ্ট করা ট্রেনিং নেওয়া থাকতে হবে৷
আবেদনের ফি: ২০০ টাকা (আবেদনের ফি ১৫০ সঙ্গে ৫০ টাকা প্রসেসিং ফি) এবং ব্যাঙ্ক চার্জ বাবদ বাড়তি ২০ টাকা দিতে হবে৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, প্রসেসিং চার্জ বাবদ ৫০ টাকা ও ব্যাঙ্ক চার্জ বাবদ ২০ টাকা দিতে হবে৷ চালান ডাউনলোড করা যাবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত৷ ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক) অ্যাকাউন্ট নম্বর ০০৮৮০১০৩৬৭৯৩৬–তে ফি দিতে হবে৷
আবেদনের পদ্ধতি: http://www.mscwb.orgওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত৷

লাইভটিভিদেখুন:   https://chetana.tv/
বাংলারপ্রথমএডুকেশনালচ্যানেল