কলকাতা পুলিশে ২৫০ সিভিক ভলেন্টিয়ার

896
0
KP Civic Volenter

কলকাতা পুলিশে ২৫০ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর FRC/Recruit/01/2019

শূন্যপদ: কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্র্যাঞ্চে ৬০, কলকাতা হোম গার্ড  অর্গানাইজেশনে ১০০, নর্থ অ্যান্ড নর্থ সাব-আরবান ডিভিশনে ৫০, কলকাতা পুলিশের ইস্টার্ন সাব-আরবান ডিভিশনে ৪০ টি পদ রয়েছে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী বয়সসীমা ২০ থেকে ৬০ বছর।

যোগ্যতা: নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ। কলকাতা পুলিশ জুরিসডিকশান অঞ্চলের বাসিন্দা হলে অগ্রাধিকার। এনসিসি/বয় স্কাউট/এনসিসি গাইড/সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হলে অগ্রাধিকার। কোনো পুলিশ স্টেশনে ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকতে হবে। ওয়্যারলেস ব্র্যাঞ্চের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার। কলকাতা হোম গার্ড অর্গানাইজেশনের জন্য আবেদন করলে সিকিউরিটি গার্ডের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

আবেদন: আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে। সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদন জমা করে আসতে হবে। আবেদন পত্রের সঙ্গে নিজের অ্যাটেস্ট করা আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, একটি পাসোর্ট সাইজ নিজের এটাস্টেড করা ছবি, শিক্ষাগত যোগ্যতার নথি, বয়সের প্রমাণপত্র, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। একটার বেশি ইউনিটে আবেদন করলে বাতিল করে দেওয়া হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

ওয়ারলেস ব্র্যাঞ্চ-এর পদের জন্য— Deputy Commissioner of Police, Wireless Branch, Kolkata, Address: 112, Ripon Street, Kolkata 700016

কলকাতা হোম গার্ড— Deputy Commissioner of Police, Combat Battalion, Kolkata, Address: 247, A.J.C. Bose Road, Kolkata 700027

নর্থ ও নর্থ সাবআরবান ডিভিশন— Deputy Commissioner of Police, North & North Suburban Division, Kolkata, Address: 113, A.P.C. Road, Kolkata 700009

ইস্টার্ন ডিভিশন— Deputy Commissioner of Police, Eastern Suburban Division, Kolkata, Address: 105, Hem Chandra Naskar Road, Kolkata 700010

আবেদন  ডাউনলোড করার লিঙ্ক: www.kolkatapolice.gov.in