কলকাতা পুলিশে ২৪০ মহিলা সিভিক ভলেন্টিয়ার

726
0
Kolkata Police Civic volunteer

কলকাতা পুলিশে ২৪০ জন মহিলা সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর  FRC/Recruit/02/2019

শূন্যপদ: কলকাতা পুলিশের নর্থ ও নর্থ সাব-আরবান ডিভিশন ২৫, সাউথ ডিভিশন ২৫, সেন্ট্রাল ডিভিশন ২৫, পোর্ট ডিভিশন ২৫, ইস্টার্ন সাব-আরবান ডিভিশন ২৫, সাউথ ইস্টার্ন ডিভিশন ২৫, সাউথ সাব-আরবান ডিভিশন ২৫, সাউথ ওয়েস্ট ডিভিশন ২৫, ইস্ট ডিভিশন ২৫, কলকাতা মাউন্টেড পুলিশ ১৫ টি পদ রয়েছে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী বয়সসীমা ২০ থেকে ৬০ বছর।

যোগ্যতা: নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ। কলকাতা পুলিশ জুরিসডিকশন অঞ্চলের বাসিন্দা হলে অগ্রাধিকার। এনসিসি/বয় স্কাউট/এনসিসি গাইড/সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হলে অগ্রাধিকার। কোনো পুলিশ স্টেশনে ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকতে হবে। ওয়্যারলেস ব্র্যাঞ্চের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার। কলকাতা মাউন্টেড পুলিশের জন্য আবেদন করলে পশুপ্রাণী নিয়ে কাজের আগ্রহ ও অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন: আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম ডাউনলোড করে নিতে হবে নিচের ওয়েবসাইট থেকে। সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদন জমা করে আসতে হবে। আবেদন পত্রের সঙ্গে নিজের অ্যাটেস্ট করা আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, একটি পাসোর্ট সাইজ নিজের অ্যাটেস্ট করা ছবি, শিক্ষাগত যোগ্যতার নথি, বয়সের প্রমাণপত্র, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। একটার বেশি ইউনিটে আবেদন করলে বাতিল করে দেওয়া হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

নর্থ ও নর্থ সাব-আরবান ডিভিশনের ক্ষেত্রে— Deputy Commissioner of Police, North & North Suburban Division, Kolkata, Address: 113, A.P.C. Road, Kolkata 700009

সাউথ ডিভিশনের ক্ষেত্রে— Deputy Commissioner of Police, South Division, Kolkata, Address: 34, Park Street, Kolkata 700016

সেন্ট্রাল ডিভিশনের ক্ষেত্রে— Deputy Commissioner of Police, Central Division, Kolkata, Address:138, S.N Banerjee Road, Kolkata – 700013

পোর্ট ডিভিশনের ক্ষেত্রে— Deputy Commissioner of Police, Port Division, Kolkata, Address: 1, Dumayune Avenue, Kolkata- 700043

ইস্টার্ন সাব-আরবান ডিভিশনের ক্ষেত্রে— Deputy Commissioner of Police, Eastern Sub-Urban Division, Kolkata, Address: 105, Hem Chandra Naskar Road, Kolkata- 700010

সাউথ ইস্টার্ন ডিভিশনের ক্ষেত্রে— Commissioner of Police, South Eastern Division, Kolkata, Address: 2, Syed Amir Ali Avenue, Kolkata – 700017

সাউথ সাব-আরবান ডিভিশনের ক্ষেত্রে— Commissioner of Police, South Sub-Urban Division, Kolkata, Address: Tollygunge Emergency Force Lines, 255/257, D.P.S Road, Kolkata 700033

সাউথ ওয়েস্ট ডিভিশনের ক্ষেত্রে— Commissioner of Police, South West Division, Kolkata, Address: Tollygunge Emergency Force Lines, 255/257, D.P.S Road, Kolkata 700033

ইস্টার্ন ডিভিশনের ক্ষেত্রে— Deputy Commissioner of Police, Eastern Suburban Division, Kolkata, Address: 105, Hem Chandra Naskar Road, Kolkata 700010

কলকাতা মাউন্টেড পুলিশের ক্ষেত্রে— Senior Deputy Commissioner of Police, Armed Police, Kolkata, Address: 7, Diamond Harbour Road, Kolkata 700027

আবেদন  ডাউনলোড করার লিঙ্ক: www.kolkatapolice.gov.in