কলকাতা পুলিশে ৭৫ সিভিক ভলেন্টিয়ার

1143
0
Kolkata Police Civic volunteer

শূন্যপদ: কলকাতা পুলিশের সাউথ ডিভিশন ২০,  সাউথ সাব-আরবান ডিভিশন ৪০, ডিটেকটিভ ডিপার্টমেন্টে ১৫ টি পদ রয়েছে। বিজ্ঞপ্তি নম্বর –  FRC/Recruit/03/2019, Dated: 18th February, 2019

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী বয়সসীমা ২০ থেকে ৬০ বছর।

যোগ্যতা: নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ। কলকাতা পুলিশ জুরিসডিকশন অঞ্চলের বাসিন্দা হলে অগ্রাধিকার। এনসিসি/বয় স্কাউট/এনসিসি গাইড/সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হলে অগ্রাধিকার। কোনো পুলিশ স্টেশনে ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকতে হবে। ওয়্যারলেস ব্র্যাঞ্চের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার। কলকাতা মাউন্টেড পুলিশের জন্য আবেদন করলে পশুপ্রাণী নিয়ে কাজের আগ্রহ ও অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন: আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম ডাউনলোড করে নিতে হবে নিচের ওয়েবসাইট থেকে। সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদন জমা করে আসতে হবে। আবেদন পত্রের সঙ্গে নিজের অ্যাটেস্ট করা আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, একটি পাসোর্ট সাইজ নিজের অ্যাটেস্ট করা ছবি, শিক্ষাগত যোগ্যতার নথি, বয়সের প্রমাণপত্র, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। একটার বেশি ইউনিটে আবেদন করলে বাতিল করে দেওয়া হবে। আবেদন পত্রের খামের উপর উল্লেখ করে দিতে হবে “”

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা  –

South Division, Kolkata Police – Deputy Commissioner of Police, South Division, Kolkata
Address: 34, Park Street, Kolkata 700 016

South Suburban Division, Kolkata Police – Deputy Commissioner of Police, South Suburban Division, Kolkata, Address: Tollygunge Emergency Force Lines, 255/257, D.P.S. Road, Kolkata 700 033

Detective Department, Kolkata Police – Deputy Commissioner of Police (II) Detective Department, Kolkata, Address: 18, Lalbazar Street, Kolkata 700 001

আবেদন পত্র নমুনা ডাউনলোড লিঙ্ক http://kolkatapolice.gov.in/images/docs/FRC_Recruit_03_2019.pdf