রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

794
0
data entry operator recruitment

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশন হেডকোয়ার্টারে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে।

তালিকায় যাঁদের নাম আছে তাঁদের অয়াগামী ১৮ জানুয়ারি উপস্থিত হতে হবে রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশন হেডকোয়ার্টারে, ৩, মানিক বন্দ্যোপাধ্যায় সরণি, টালিগঞ্জ, কলকাতা-৭০০০৪০ ঠিকানায়।

সঙ্গে নিয়ে যেতে হবে দুকপি রঙিন পাসপোর্ট মাপের ফটো, জন্মতারিখ, প্যান কার্ড, আধার কার্ড, এপিক কার্ড, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবই।

প্রার্থীদের তালিকা সহ ১০ জনুয়ারি ইস্যু করা এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbpolice.gov.in/writereaddata/wbp/notice%2010-1-19.pdf