কলকাতা পুলিশে নিয়োগের পরীক্ষা পদ্ধতি, সিলেবাস

2153
0
ssc mts 2022

কলকাতা পুলিশে ( Kolkata Police Recruitment) সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস :

১) প্রিলিমিনারী পরীক্ষা –

মোট ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ৯০ মিনিটের পরীক্ষা। এর মধ্যে ১০০ নম্বরের জেনারেল স্টাডিজ ( ৫০ টি প্রশ্ন), রিজনিং ৫০ নম্বর ( ২৫ টি প্রশ্ন) , অঙ্ক ৫০ নম্বর ( ২৫ টি প্রশ্ন)।

২) ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট –

সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের জন্য ৩ মিনিটে ৮০০ মিটার দৌড়। লেডি সাব ইন্সপেক্টর পদের জন্য ২ মিনিটে ৪০০ মিটার দৌড়তে হবে।

৩) কম্বাইন্ড মেইন পরীক্ষা –

মোট ২০০ নম্বরের পরীক্ষা।

প্রথম পেপার – জেনারেল স্টাডিজ ও অঙ্ক, ১০০ নম্বর, সময় ২ ঘণ্টা।

দ্বিতীয় পেপার – ইংলিশ ৫০ নম্বর, ১ ঘণ্টা ( রিপোর্ট ড্রাফটিং, সামারি, ট্রান্সলেশন, কারেক্ট ইউজ অব ওয়ার্ড, কারেকশন অব সেইন্তেন্স, কমন ফ্রেস, সিনোনিম, অ্যান্টনিম)।

তৃতীয় পেপার – বাংলা/উর্দু/হিন্দি/নেপালি ৫০ নম্বর, ১ ঘণ্টা। ( প্রতিবেদন রচনা, সার সংক্ষেপ, বঙ্গানুবাদ, শব্দের ব্যবহার, বাক্য সংশোধন, সমার্থক, বিপরীত শব্দ)।

৪) পার্সোনালিটি টেস্ট – ৩০ নম্বর।