অষ্টম শ্রেণি পাশে কলকাতা পুলিশে চাকরি

1227
0
Kolkata Police Recruitment 2023

কলকাতা পুলিশে ৪১২টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে ড্রাইভার নিয়োগ করা হবে। Kolkata Police Recruitment 2023

এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: TRP/Recruit/01/2023. শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ। বৈধ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে।

প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কলকাতা পুলিশের অন্তভুর্ক্ত এলাকার বাসিন্দা হতে অগ্রাধিকার।

কোনো সরকারি/ আধা সরকারি/ রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানিতে অন্তত তিন বছরের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কাটোয়া কলেজে লেকচারার নিয়োগ

বয়স: ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

এইমসে নার্সিং ইনস্ট্রাক্টর নিয়োগ

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.kolkatapolice.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

পূরণ করা আবেদনপত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স Police Training School, 247, A.J.C Bose Road, Kolkata 700027 ঠিকানায় রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে।

কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি

নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করা যাবে ৯ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।  Kolkata Police Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

  দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন