BREAKING : কলকাতা পুলিশে ৩৩০ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, সার্জেন্ট

schedule
2021-07-16 | 15:42h
update
2021-07-16 | 16:23h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

কলকাতা পুলিশে ( Kolkata Police)  সাব ইন্সপেক্টর ( Sub- Inspector), লেডি সাব ইন্সপেক্টর (Lady Sub Inspector) এবং সার্জেন্ট ( Sergent) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি নম্বর – WBPRB/NOTICE – 2021 – 21

শূন্যপদ :

সাব ইন্সপেক্টর – ১৮১ ( অসংরক্ষিত ১০১, এসসি ৪১, এসটি ৯, ওবিসি এ ১৯, ওবিসি বি ১১।

লেডি সাব ইন্সপেক্টর – ২৭ ( অসংরক্ষিত ১০, এসসি ১০, এসটি ২, ওবিসি এ ২, ওবিসি বি ৩)

সার্জেন্ট – ১২২ ( অসংরক্ষিত ৬০, এসসি ১৬, এসটি ২৫, ওবিসি এ ১২, ওবিসি বি ৯)

সাব ইন্সপেক্টর পদ

শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। বাংলা লিখতে ও পড়তে জানতে হবে ( দার্জিলিং ও কালিম্পং অধিবাসী ছাড়া )।

বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

Advertisement

শারিরীক মাপজোক – উচ্চতা হতে হবে ১.৬৭ মিটার, বুকের ছাতি ৭৯ সেমি, ওজন হতে হবে ৫১.৫ কেজি।

বেতনক্রম – পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০ – ৩৭,৬০০ + গ্রেড পে ৩,৯০০ টাকা।

লেডি সাব ইন্সপেক্টর পদ –

শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। বাংলা লিখতে ও পড়তে জানতে হবে ( দার্জিলিং ও কালিম্পং অধিবাসী ছাড়া )।

বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

শারিরীক মাপজোক – উচ্চতা হতে হবে ১.৬০ মিটার, ওজন হতে হবে ৪৫ কেজি।

বেতনক্রম – পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০ – ৩৭,৬০০ + গ্রেড পে ৩,৯০০ টাকা।

সার্জেন্ট পদ –

শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। বাংলা লিখতে ও পড়তে জানতে হবে ( দার্জিলিং ও কালিম্পং অধিবাসী ছাড়া )।

বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

শারিরীক মাপজোক – উচ্চতা হতে হবে ১.৭৩ মিটার, বুকের ছাতি ৮৬.৩৬ সেমি, ওজন হতে হবে ৬৩ কেজি।

বেতনক্রম – পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০ – ৩৭,৬০০ + গ্রেড পে ৩,৯০০ টাকা।

আবেদন পদ্ধতি :

যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৯ জুলাই, ২০২১ থেকে। আবেদন গ্রহণ চলবে ১৯ আগস্ট, ২০২১ পর্যন্ত। অফলাইনে আবেদন জমা করা যাবে। আবেদন ফি ব্যাঙ্ক চালানের মাধ্যমে জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট, ২০২১। অনলাইনে আবেদন করার সময় ১০-৫০ কেবি মাপের নিজের ছবি এবং ৫ – ২০ কেবি মাপের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে।

আবেদন ফি – অনলাইন / অফলাইন আবেদনের জন্য আবেদন ফি লাগবে ২৫০ টাকা + প্রসেসিং ফি ২০ টাকা। এসসি / এসটি শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি ২০ টাকা ( প্রসেসিং ফি )। এছাড়া ২৩ টাকা করে জিএসটি যুক্ত হবে।

অফিসিয়াল নোটিফিকেশন

 

কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট পদে নিয়োগের পরীক্ষার পরীক্ষা পদ্ধতি, সিলেবাসAMP

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 21:55:30
Privacy-Data & cookie usage: