কৃষ্ণনগর পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

736
0
Krishnanagar Municipality Recruitment

কৃষ্ণনগর পুরসভায় ৭টি শূন্যপদে অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে। Krishnanagar Municipality Recruitment

মেমো নম্বরঃ 222/18-1(A)/24.

যোগ্যতাঃ মাধ্যমিক বা সমতুল পাশ। কৃষ্ণনগর পুরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বিবাহিতা/বিধবা/বিবাহ বিচ্ছিন্না মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ২২ বছর।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.krishnanagarmunicipality.com ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স কৃষ্ণনগর পুরসভার অফিসে রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে

৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ৫টার মধ্যে। ঠিকানাঃ The Executive Officer, Krishnanagar Municipality.

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

গার্ডেনরিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান নিয়োগ

হিন্দুস্তান স্টিলওয়ার্কে কর্মী নিয়োগ

দক্ষিণ দিনাজপুরের স্কুলে গ্রুপ ডি নিয়োগ