ঝাড়গ্রামে ল্যাব টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর

1047
0
St. Xavier's College Recruitment 2024

ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্ট/ মলিকিউলার বায়োলজিস্ট, এমটি ল্যাব টেকনিশিয়ান এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৫ জন নিয়োগ করা হবে (Lab technician recruitment)। মেমো নম্বর: DH&FWS/JGM/2021/2110.

বয়সসীমা: সবকটি পদের ক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্ট/ মলিকিউলার বায়োলজিস্ট পদে প্রতি মাসের বেতন ৪০০০০ টাকা, এমটি ল্যাব টেকনিশিয়ান পদে প্রতি মাসে ১৭০০০ টাকা এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রতি মাসে বেতন ১৩০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ১০ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: The Office of the CMOH & Member Secretary, District Health & Family Welfare Samiti, Jhargram. ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে।

www.wbhealth.go.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Lab technician recruitment)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন